ফুলতলা প্রতিনিধি
শুক্রবার ফুলতলা থানা পুলিশ এক কেজি গাঁজাসহ ৩ মাদক বিক্রেতা গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে।
থানার অফিসার ইনচার্জ মাহাতাব উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকাল ১১ টায় ফুলতলা বাজারের বকুলের চায়ের দোকানের সামনে অভিযান পরিচালনা করে এক কেজি গাঁজাসহ ৩ মাদক বিক্রেতা গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো যশোর জেলার ঝিকরগাছা উপজেলার গৌরসুতি গ্রামের আতাউল হকের পুত্র মহিদুল (৪৭), বেনাপোল পোস্ট থানার গঙ্গানন্দা গ্রামের আজিবার সরদার ওরফে রহমানের পুত্র জুয়েল সরদার (৩৬) ও অভয়নগর উপজেলার চন্দরপুর গ্রামের মৃত মোয়াজ্জেম খানের পুত্র মিজানুর রহমান খান (২৯)।
এ ব্যাপারে ফুলতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা (নং-১৬, তারিখ-২৮/০৫/২১ ইং) দায়ের করা হয়েছে। গ্রেফতাকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।