পারলে আমাকে হত্যা করো : ইসরায়েলি মন্ত্রীর উদ্দেশে হামাস নেতা

0
151

আন্তর্জাতিক ডেস্ক
ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের গাজা শাখার প্রধান ইয়াহিয়া সিনওয়ার তাকে দেওয়া ইসরায়েলের হত্যার হুমকির জবাব দিয়েছেন। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর এ সংক্রান্ত চ্যালেঞ্জ গ্রহণ করে সিনওয়ার বলেছেন, তিনি তেল আবিবকে ৬০ মিনিট সময় দিচ্ছেন এবং প্রকাশ্যে গাজার রাস্তা দিয়ে হাঁটছেন। পারলে ইসরায়েল যেন এ সময়ে তাকে হত্যা করে।
সাম্প্রতিক গাজা যুদ্ধ সম্পর্কে বুধবার টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সিনওয়ার। ওই সংবাদ সম্মেলন শেষে তিনি এ চ্যালেঞ্জ ঘোষণা করেন।
ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্টজ সম্প্রতি হুমকি দিয়ে বলেছিলেন, ইব্রাহিম সিনওয়ারের পাশাপাশি হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন কাসসাম ব্রিগেডসের কমান্ডার মোহাম্মাদ দেইফকে হত্যা করতে চায় তেল আবিব।
এ সম্পর্কে সংবাদ সম্মেলনে ইব্রাহিম সিনওয়ারকে প্রশ্ন করা হয়। জানতে চাওয়া হয়, তিনি এ হুমকিতে বিচলিত কিনা। উত্তরে এই সাহসী হামাস নেতা বলেন, ‘হার্ট অ্যাটাকে বা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু তার কাম্য নয়। তিনি বরং দখলদার বাহিনীর বিমান হামলায় শহীদ হতে চান।’
সংবাদ সম্মেলন শেষে ইব্রাহিম সিনওয়ার বলেন, ‘বেনি গান্টজকে ৬০ মিনিটের সময় দিচ্ছি। আমি এখান থেকে গাজার রাজপথ ধরে পায়ে হেঁটে নিজের বাসভবনে যাচ্ছি। পারলে যেন তারা আমাকে এই সময়ের মধ্যে হত্যা করে।’
ফিলিস্তিনি সূত্রগুলো সংবাদ সম্মেলন শেষে ইব্রাহিম সিনওয়ারের বাসভবনে হেঁটে যাওয়ার ভিডিও প্রকাশ করেছে। তাতে দেখা যাচ্ছে, নিজের প্রতিশ্রুতি বজায় রেখে পায়ে হেঁটে বাসায় গেছেন এই হামাস নেতা।
প্রসঙ্গত, ২০০৪ সালের ২২ মার্চ গাজার উন্মুক্ত স্থানে বিমান হামলা চালিয়ে হামাসের প্রতিষ্ঠাতা শেখ আহমাদ ইয়াসিনকে হত্যা করে দখলদার বাহিনী। একই বছরের ১৭ এপ্রিল তাদের হামলায় নিহত হন হামাসের সহযোগী প্রতিষ্ঠাতা আব্দুল আজিজ রানতিসি। এরপর এ ধরনের হামলায় হামাসের নিচের সারির একাধিক নেতা শহীদ হলেও দলটির আর কোনও শীর্ষ নেতাকে আর হত্যা করতে পারেনি ইসরায়েল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here