বিশেষ প্রতিনিধি
যশোর শহরের রেলরোড ফুড গোডাউনের বিপরীত পাশে মাদকাসক্তি নিরাময় ও পূনর্বাসন কেন্দ্রে মাহাফুজুর রহমান নামে এক যুবক হত্যা মামলায় আটক ১১ আসামির রিমান্ড শুনানীর দিন পিছিয়েছে। বৃহস্পতিবার ২৭ মে নির্ধারিত দিনে মামলার তদন্ত কর্মকর্তা অসুস্থ্য থাকায় আদালতে উপস্থিত হতে পারেন নি। ফলে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুদ্দীন হোসাইন আগামি রোববার শুনানির পরবর্তি দিন ধার্য করেন।
২২ মে যশোর মাদকাসক্তি নিরাময় ও পূনর্বাসন কেন্দ্রের চিকিৎসাধীন চুয়াডাঙ্গা জেলার জীবন নগর উপজেলার মনিরুজ্জামানের ছেলে মাহফুজুর রহমান পিটিয়ে হত্যা করে। পরে সিসি ক্যামেরার ফুটেজে উঠে আসে। পরে প্রতিষ্ঠানের ১৪জনকে আটক করে আদালতে সোপর্দ করে। একই সাথে
দুই পরিচালক আশরাফুল কবির তুহিন ও মাসুদ করিম সহ ১১ আসামির রিমান্ড আবেদন জানান মামলার তদন্ত কর্মকর্তা ওসি রোকিবুজ্জামান। একই দিন তিন আমামি হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা ওসি রোকিবুজ্জামান বলেন, তিনি হাসপাতালে ভর্তি। ফলে আদালতে যেতে পারেন নি। তিনি দাবী করেন , অন্যআসামিদের রিমান্ডে নিয়ে চাঞ্চল্যকর তথ্য আসতে পারে।