দড়াটানা থেকে বিলাতীমদ ও বাংলামদসহ এক যুবক গ্রেফতার

0
201

বিশেষ প্রতিনিধি
দুই বোতল বিলাতীমদ ও পাঁচ লিটার দেশী তৈরী বাংলামদসহ মোহাম্মদ স্বপন নামে এক যুবককে গ্রেফতার করেছে সদর পুলিশ ফাঁড়ির সদস্যরা। মঙ্গলবার রাতে শহরের দড়াটানা দড়াটানা মোড় সিদ্দিক বেকারীর সামনে থেকে গ্রেফতার করা হয়। সে ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার ঘাটাচর গ্রামের বর্তমানে শহরের শংকরপুর চাতালের মোড় এলাকার শ^শুর আবুল হোসেনের জামাতা ও মৃত ফালান দেওয়ানের ছেলে। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় মাদক আইনে মামলা হয়েছে। বুধবার স্বপনকে আদালতে সোপর্দ করা হয়েছে।
যশোর পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির সদস্যরা মঙ্গলবার ২৫ মে গোপন সূত্রে খবর পান শহরের দড়াটানা মোড় ছিদ্দিক বেকারীর সামনে এক ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য বিক্রি করছে। উক্ত সংবাদের ভিত্তিতে রাত সোয়া ৮ টায় উক্ত স্থানে পৌছানোর সাথে সাথে পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা স্বপন দ্রুত পালানোর চেষ্টা করে। পুলিশের একজন এটিএসআই স্বপনকে একটি বাজার করা ব্যাগসহ গ্রেফতার করে। পরে উক্ত ব্যাগের মধ্যে থাকা দুই বোতল বিলাতীমদ ও ৫ লিটার দেশী তৈরী বাংলামদ উদ্ধার করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here