বিশেষ প্রতিনিধি
ব্র্যাকের সাবেক মেডিকেল অফিসার ও অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের চেসালোন কেয়ারের কেয়ার পার্টনার ডা. সাবির মঞ্জুর খান ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার অস্ট্রেলিয়ান সময় সকাল ১১টা ৩৫ মিনিটে তিনি ইন্তেকাল করেন। তিনি যশোরের কেশবপুরের প্রয়াত চিকিৎসক রওশন আলী খানের ছেলে। প্রতিদিনের কথার মফস্বল সম্পাদক ও দ্যা নিউ এইজের যশোর প্রতিনিধি সাইফুর রহমান সাইফ তার ফুফাতে ভাই।
মেয়ে সুলাগনা সাবির জানান, ডা. সাবির মঞ্জুর খান ক্যান্সারে ভুগছিলেন। বুধবার অস্ট্রেলিয়ান সময় দুপুরে ল্যাকেম্বা মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর ন্যারেলান সিমেট্রিতে তাকে দাফন করা হয়।
তিনি এক ছেলে ও এক মেয়ের জনক। মাসহ স্ত্রী ও পরিবারের অন্যদের নিয়ে তিনি অস্ত্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাস করতেন। তিনি অস্ত্রেলিয়ার ক্যাথলিক হেলথকেয়ারসহ সেদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে সম্মানজনক পদে চাকরি করেন। তার মাগফিরাত কামনায় সবার দোয়া কামনা করা হয়েছে।