মণিরামপুর প্রতিনিধি
মণিরামপুরে মিলের ফিতায় জড়িয়ে জহির আহম্মেদ (৫৩) নামে এক রাইচ মিল শ্রমিক নিহত হয়েছেন। গতকাল বুধবার উপজেলার খেদাপাড়া ইউনিয়নের ভান্ডারিয়া মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
জানাযায়, উপজেলার পলাশী গ্রামের ওলি মোহাম্মদের পুত্র জহির আহম্মেদ অন্যান্য দিনের ন্যায় বুধবার সকালে ভান্ডারিয়া মোড়ে সিরাজুল ইসলামের রাইচ মিলে কাজ করতে যান। সকাল সাড়ে ৮টার দিকে অসাবধানতাবশত রাইচ মিলের ফিতায় পরনের লুঙ্গি জড়িয়ে তিনি মারাত্মক জখম হন।
এসময় তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নেয়া হয়। সেখানে তার অবস্থার অবণতিতে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে রেফার করা হলে দুপুর সাড়ে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে বলে নিশ্চিত করেন স্বজনরা।