বিশেষ প্রতিনিধি
যশোরে বাঘারপাড়ায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের আটক সদস্য আবু আমেরের দু’ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ২৫ মে মঙ্গলবার আসামির রিমান্ড আবেদনের শুনানি শেষে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মামুনুর রহমান এ আদেশ দিয়েছেন। আবু আমের বাঘারপাড়ার পশ্চিমা গ্রামের তকলিফুর রহমানের ছেলে।
মামলার অভিযোগে জানা গেছে, ঢাকা র্যাব-৩ এর গোয়েন্দা ও তথ্য-প্রযুক্তির মাধ্যমে জানতে পারে যশোরের বাঘারপাড়ার পশ্চিমা গ্রামের আনসার আল ইসলামের সদস্যরা আবু আমেরের বাড়িতে অবস্থান করছে। গত ২০ মে গভীর রাতে ঢাকা র্যাব-৩ এর একটি দল আবু আলেমের বাড়িতে অভিযান চালায়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও আবু আমেরকে আটক কর হয়। আবু আমের নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় সদস্য। সে তার মোবাইল ফোনের মাধ্যমে ফেসবুক, ম্যসেঞ্জার, ও টেলিগ্রাম এ্যাকাউন্টের মাধ্যমে জঙ্গিবাদী পোস্ট, লাইক ও বিভিন্ন বক্তব্য শেয়ার করে। শায়খ জসিম উদ্দিন রাহমানীসহ বিভিন্ন লোকের উগ্রবাদী জিহাদী ভিডিও পোস্ট করত। আবু আমের নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্যপদ গ্রহন করে গোপনে উগ্রবাদী কার্যক্রমের মাধ্যমে দেশের নিরাপত্তা, স্বাধীনতা, সার্বভৌমত্ত বিনষ্ট এবং নির্বাচিত গণতান্ত্রিক সরকারকে তার সয়তানের দলসহ রাষ্ট্র বিরোধী কার্মকান্ড পরিচালনা করছিল। এ ব্যাপারে র্যাব-৩ এর নায়েক সুবেদার ফিরোজ খান বাদী হয়ে আটক আবু আমের ও বয়েজিদ কাজলসহ অপরিচিত ব্যক্তিদের আসামি করে সন্ত্রাস বিরোধী আইনে বাঘারপাড়া থানায় মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) শাহিনুর রহমান গত ২২ মে আটক আবু আমেরের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। গতকাল আসামির রিমান্ড আবেদনের শুনানী শেষে বিচারক দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।