নড়াইল প্রতিনিধি
নড়াইলের লোহাগড়ায় তাল গাছ থেকে রস আহরণকালে অসাবধানতাবশত পড়ে গিয়ে মতিয়ার রহমান (৬৫) নামে একজন গাছির মৃত্যু হয়েছে। মৃত মতিয়ার রহমানের বাড়ি লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের হান্দলা (ছোট হান্দলা) গ্রামে।
মঙ্গলবার সকালে জানাযার নামায শেষে বাড়ীভাঙ্গা-হান্দলা সম্মিলিত কবরস্থানে দাফন করা হয়েছে।
পারিবারিকসুত্রে জানাগেছে, মতিয়ার রহমান সোমবার সন্ধ্যায় বাড়ির পাশের বিলেল মাঝে তালগাছে রস আহরনের জন্য ওঠেন। অসবাধানতাবশত তিনি গাছ থেকে নিচেয় পড়ে যান। বা[িড়তে ফিরতে দেরী হওয়ায় পরিবারের সদস্যরা তালগাছতলায় মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন।
নোয়াগ্রাম ইউনিয়নের ৩নং ওয়ার্ডের (হান্দলা-বাড়ীভাঙ্গা) সদস্য এসএম শারফুজ্জামান বোরাক বলেন. ‘মৃত মতিয়ার রহমানের ৪ ছেলে ও ৩ মেয়ে রয়েছেন। তবে ছেলে মেয়ে থাকলেও সংসারে অভাব-অনটনের কারনে বৃদ্ধ বয়সেও কষ্ট করে জীবনের ঝুকি নিয়ে তালগাছ থেকে রস আহরণ করতেন। এছাড়া বর্গা জমি চাষসহ শ্রম বিক্রি করে সংসারের খরচ যোগাতেন। তার মৃত্যুতে স্ত্রীসহ সন্তানদের জন্য ক্ষতি হয়ে গেলো। নড়াইল-২ আসনের মাননীয় সংষদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজাসহ জেলা প্রশাসনকে অসহায় পরিবারের পাশে দাড়ানোর জন্য অনুরোধ রইল।’