আল-আকসায় প্রবেশে মুসল্লিদের বাধা ইহুদি বসতি স্থাপনকারীদের

0
150

আন্তর্জাতিক ডেস্ক
ইসলামের তৃতীয় পবিত্রতম মসজিদ পূর্ব জেরুসালেমের আল-আকসা, যা বাইতুল মুকাদ্দাস নামেও পরিচিত। পবিত্রতম এই মসজিদে মুসল্লিদের প্রবেশে এবার বাধা দিয়েছে ইসরায়েলের অবৈধ বসতি স্থাপনকারীরা। এমনকি এতে সরাসরি সহযোগিতা করেছে ইসরায়েলের সেনাবাহিনী বলেও অভিযোগ পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এই পদক্ষেপ ছিল পূর্বপরিকল্পিত। ইসরায়েলি বাহিনী আজ ভোর থেকেই মসজিদুল আকসা এলাকা ঘিরে রাখে। এরপর সেখানে ইহুদি বসতি স্থাপনকারীরা প্রবেশ করে। ইহুদিবাদী বসতি স্থাপনকারীরা যতক্ষণ মসজিদুল আকসা এলাকায় ছিল ততক্ষণ মুসলমানদের সেখানে ঢুকতে দেওয়া হয়নি।
ইহুদিবাদীদের এই পদক্ষেপের নিন্দা জানিয়েছেন বায়তুল মুকাদ্দাসের ইসলামী ওয়াকফ কাউন্সিলের প্রধান শেখ আবদুল আজিম সালাহাব। তিনি বলেন, এ ধরণের পদক্ষেপ আবারও ফিলিস্তিনকে উত্তপ্ত করে তুলতে পারে।
উল্লেখ্য, গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার কয়েক দিনের মধ্যেই উসকানিমূলক এই তৎপরতা চালালো ইহুদিবাদীরা। গত ১০ মে গাজা উপত্যকার উপর ইহুদিবাদী ইসরায়েলের ভয়াবহ বিমান হামলা শুরু হয়। ২১ মে পর্যন্ত চলা এ আগ্রাসনে ৬৯ শিশু ও ৩৯ নারীসহ ২৪৮ ফিলিস্তিনি নিহত ও আহত হন ১৯১০ জন।
সূত্র : পার্সটুডে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here