বিশেষ প্রতিনিধি
যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের গোবরা গ্রামের হাফিজুর রহমানকে মারপিট করে হত্যা চেষ্টার অভিযোগে আপন তিন ভাইসহ চারজনকে আসামি করে আদালতে একটি মামলা করা হয়েছে।। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাইফুদ্দীন হোসাইন অভিযোগ পেয়ে ঘটনা তদন্ত পূর্বক প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন পিবিআইকে। আসামিরা হলো গোবরা গ্রামের মৃত ওহেদ আলীর তিন ছেলে জিয়ারুল, রুহুল আমিন, মশিয়ার রহমান ও রুহুল আমিনের ছেলে রিয়াজ। সোমবার ওহেদ আলীর ছেলে হাফিজুর রহমান বাদী হয়ে এ মামলা করেছেন।
মামলার অভিযোগে জানা গেছে, হাফিজুর রহমন ইজিবাইক চালিয়ে জীবীকা নির্বাহ করেন। আসামিদের সাথে দীর্ঘদিন জমি নিয়ে বিরোধ চলে আসছে। ২০২০ সালের ৯ ডিসেম্বর আসামিরা তার বাড়িতে এসে গালিগালাজ ও হাফিজুর ধরে গাছের সাথে বেধে বেদম মারপিট করে। এ সময় আশেপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা খুন-জখমের হুমকি দিয়ে চলে যায়। গুরুতর আহত হাফিজুর রহমানকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেয় পরিবারের লোকজন। তিনি সুস্থ্য হয়ে সোমবার আদালতে এ মামলা করেছেন।