ভারত সীমান্তে বাংলাদেশী যুবক গুলিবিদ্ধ, কলকাতায় চিকিৎসাধীন

0
148

বেনাপোল প্রতিনিধি

ভারতে মাদক আনতে যেয়ে গুলিবিদ্ধ হয়ে কোলকাতায় চিকিৎসাধিন আছে বাংলাদেশী এক যুবক। সম্প্রতি বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্ত দিয়ে চোরাইপথে পার হয়ে ভারত যায় আলমগীর নামে এক যুবক। তাকে ভারতের আংরাইল ক্যাম্পের বিএসএফ সদস্যরা গুলি করে নিয়ে যায়। ওই যুবক থানার পুটখালী দক্ষিনপাড়া (কামারপাড়া) গ্রামের এড়ে আজগার এর ছেলে।

পুটখালী গ্রামের আব্দুল বারিক বলেন আলমগীর একজন ফেনসিডিল ব্যবসায়ি। সে সীমান্ত পার হয়ে ওপারে গেলে তাকে বিএসএফ গুলি করে। এরপর বিএসএফ গুলিবিদ্ধ আলমগীরকে নিয়ে কোলকাতায় হাসপাতালে ভর্তি করে। তাকে সুস্থ করে জেলাখানায় দিবে এমন সংবাদ তারা পেয়েছে বলে তিনি জানান। সে পুটখালী সীমান্ত দিয়ে পার হয়ে ভারতের আংরাইল সীমান্তে গেলে ৯নং পিলার এর কাছে বিএসএফ এর কাছে গুলিবিদ্ধ হয়।

পুটখালী বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার লাভলু বলেন এরকম কোন অভিযোগ তাদের কাছে গ্রামবাসি দেয়নি। তবে এরা কোন পথে কি ভাবে ভারত গেছে তাও আমরা বলতে পারব না। মনে হয় একরম একটি ঘটনা কয়েকদিন আগে ঘটেছে। বিষয়টি নিয়ে বিজিবির কোন বক্তব্য না দেওয়া ভালো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here