আন্তর্জাতিক ডেস্ক
আবার বিয়ে করছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসছেন তিনি। ২০২২ সালের জুলাইয়ে বান্ধবী ক্যারি সিমন্ডসকে বিয়ে করবেন তিনি।
দ্য সান জানিয়েছে, জনসন-সিমন্ডস যুগল ইতোমধ্যে ৩০ জুলাই ২০২২ তারিখের দাওয়াত দিয়ে আত্মীয়স্বজনের কাছে বিয়ের নিমন্ত্রণপত্র পাঠিয়েছেন। তাদের বিয়ে ঠিক কোথায় হবে, তা গোপন রাখা হয়েছে। এর আগে ২০২০ সালের ফেব্রুয়ারিতে বাগদান হয় জনসন ও সিমন্ডসের। খবর দ্য গার্ডিয়ানের
৫৬ বছর বয়সী জনসনের এটি তৃতীয় বিয়ে হলেও তার চেয়ে ২৩ বছরের ছোট ক্যারি সিমন্ডসের জন্য প্রথম বিয়ে। ২০১৯ সালে প্রধানমন্ত্রী হওয়ার পর বান্ধবী ক্যারি সিমন্ডসকে নিয়ে ১০ ডাউনিং স্ট্রিটে ওঠেন তিনি। সেখানে বসবাসকারী প্রথম অবিবাহিত যুগল তারা। ২০২০ সালের ফেব্রুয়ারিতে বাগদান ও ক্যারি সিমন্ডসের সন্তানসম্ভবা থাকার ঘোষণা করেন জনসন। গত বছর এপ্রিলে তাদের ছেলে উইলফ্রেড লরি নিকোলাসের জন্ম হয়।
করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকার সময় বরিস জনসনকে যে দুই চিকিৎসক দেখভাল করতেন, তাদের নামের সঙ্গে মিল রেখে ছেলের নাম রাখেন বরিস-সিমন্ডস দম্পতি। এর আগে ম্যারিনা উইলারকে বিয়ে করেছিলেন জনসন।
ম্যারিনা-জনসনের সংসারে দুই কন্যা ও দুই পুত্র রয়েছে। ২০১৮ সালের সেপ্টেম্বরে তাদের ২৫ বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটে। ম্যারিনা উইলারের আগে অ্যালেগ্রা মস্টিন-ওয়েন নামের এক নারীকে বিয়ে করেছিলেন বরিস জনসন।