বিশেষ প্রতিনিধি
কোতয়ালি মডেল থানা, সদর পুলিশ ফাঁড়ি, ফুল বাড়ি পুলিশ ক্যাম্পের সদস্যরা আলাদা অভিযান চালিয়ে আধাঁ কেজি গাঁজা উদ্ধার করেছে। এসময় ৪জনকে মাদক বহনের অভিযোগে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হচ্ছে, যশোর শহরের পূর্ব বারান্দীপাড়া ফুলতলার আব্দুল মান্নানের ছেলে রবিউল ইসলাম, খুলনা জেলার পাইকগাছা উপজেলার সাহাপাড়া গ্রামের বর্তমানে যশোর সদর উপজেলার বিরামপুর ফকিরের মোড় জনৈক ইদ্রিসের বাড়ির ভাড়াটিয়া আব্দুল সাত্তারের ছেলে মাহবুবুর রহমান, সদর উপজেলার বানেয়ালী গ্রামের আব্দুল মজিদ বিশ্বাসের ছেলে মেহেদী হাসান বিশ্বাস ও সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার মাদারবাড়িয়া গ্রামের নুর ইসলামের ছেলে আব্দুর রহিম।
এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় মাদক আইনে মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে সোমবার সোপর্দ করা হয়েছে।
কোতয়ালি মডেল থানা পুলিশ রোববার সকালে শহরের শংকরপুর নতুন বাসস্ট্যান্ড যশোর খুলনা মহাসড়কের গড়াই বাসা কাউন্টারের সামনে থেকে আব্দুর রহিমকে ১শ’ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে।
ফুলবাড়ি পুলিশ ক্যাম্পের সদস্যরা একই দিন সকালে সদর উপজেলার ১ নং হৈবতপুর গ্রামের বানেয়ালী গ্রামস্থ দাদী বাড়ির সামনে থেকে মেহেদী হাসন বিশ্বাসকে ২শ’ গ্রাম গাঁজা, সদর পুলিশ ফাঁড়ির সদস্যরা রোববার ২৩ মে রাত সাড়ে ৯ টায় উপশহরস্থ লেক পাড়ের পশ্চিম পাশের সিঁড়ির নিকট হতে ১শ’ গ্রাম গাঁজা, কোতয়ালি মডেল থানার এএসআই রেজা পারভেজ জানান, রোববার ২৩ মে বিকেল সোয়া ৫ টার পর শহরের বাদশা ফয়সাল ইন্সটিটিউট এর সামনে থেকে রবিউল ইসলামকে ১১০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে। পরে তাদের বিরুদ্ধে মামলা দিয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করে।