ফুলতলা প্রতিনিধি
ফুলতলা উপজেলার দামোদর গ্রামে কিশোরী কন্যা (১৬) কে অপহরণের দায়ে থানায় মামলা রজু হয়েছে। পুলিশ আসামী শফিকুল ইসলাম (৩২) কে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে।
থানার অফিসার ইনচার্জ মাহাতাব উদ্দিন জানান, গত ২১ মে রাত সাড়ে ৯ টায় শফিকুল ইসলাম জনৈকা কিশোরীকে দেখা করার কথা বলে ডেকে নিয়ে এসে ফুঁসলিয়ে অপহরণ করে নিয়ে যায়। পরে, ভিকটিমের পরিবার ফুলতলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা (নং- ১৫, তারিখ- ২৩/০৫/২১ ইং) দায়ের করে। পরে, পুলিশ কিশোরীকে উদ্ধার ও আসামীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে। আসামী শফিকুল ইসলাম আলকা গ্রামের এস্কেন্দার শেখ এর পুত্র ও স-মিল শ্রমিক।