অভয়নগর প্রতিনিধি
অভয়নগর উপজেলার নওয়াপাড়া কম্পিউটর লিটল জুয়েলস স্কুলের অধ্যক্ষ প্রকাশ বৈদ্য সৈকত(৫৫) মারা গেছেন। সোমবার সকাল পৌনে নয়টার সময় ঢাকার একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি ফুসফুস ও কিডনিজনিত রোগে ভুগছিলেন। সর্বশেষ তার শারীরিক অবস্থার অবনতি হলে গত একমাস আগে তাকে ঢাকায় একটি বে সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল সকালে তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে শতশত শিক্ষার্থী নওয়াপাড়া কম্পিউটর স্কুলের সামনে হাজির হয়ে কান্নায় ভেঙ্গে পড়ে।
প্রকাশ বৈদ্য সৈকত যশোরের অভয়নগর উপজেলায় অবস্থিত নওয়াপাড়া কম্পিউটর লিটল জুয়েলস স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছিলেন। তার অকান্ত পরিশ্রমে প্রাইভেট এ স্কুলটি যশোর জেলার মধ্যে অনেক আগেই সুনাম অর্জন করেছে। শিক্ষার্থীদের কাছে তিনি একজন প্রিয় শিক্ষক। তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার সন্ধ্যায় নওয়াপাড়া মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়।