সাংবাদিক রোজিনা ইসলাম জামিনে মুক্তি পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ও সম্পাদক আহসান কবীর।
সচিবালয়ে স্বাস্থ্য সচিবের দফতরে আটকে রেখে নির্যাতন, হয়রানি ও হেনস্তার পর ‘তথ্য চুরির’ অভিযোগে দায়েরকৃত মামলায় এই নারী সাংবাদিককে গ্রেফতার করে জেলে পাঠানো হয়।
এক বিবৃতিতে নেতৃদ্বয় যারা সাংবাদিক রোজিনাকে আটকে রেখে নির্যাতন করেছেন, তাদের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। একইসাথে মতপ্রকাশের সঙ্গে সাংঘর্ষিক আইনসমূহ সংশোধন, সাংবাদিক রোজিনার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং তার পাসপোর্ট ফিরিয়ে দিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
প্রেস বিজ্ঞপ্তি