ফুলতলা প্রতিনিধি
ফুলতলা থানা পুলিশ ৯০ গ্রাম গাঁজা গাছসহ এক ঘাট শ্রমিককে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে।
থানার অফিসার ইনচার্জ মাহাতাব উদ্দিন জানান, গত শনিবার বেলা সাড়ে ৩ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে উপজেলার শিকিরহাট এলাকার কয়লা ঘাটের শ্রমিক শহিদুল ইসলাম (৩০) কে ৯০ গ্রাম গাঁজা গাছসহ গ্রেফতার করা হয়। সে বরগুনা জেলার বেতাগী এলাকার কিতাব আলীর পুত্র। এ ব্যাপারে ফুলতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (নং- ১৩, তারিখ- ২২/০৫/২০২১ ইং) দায়ের করা হয়েছে। পুলিশ গ্রেফতারকৃত আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে।