আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা
মাদক মুক্ত যশোর জেলা গঠনে লক্ষ্যে পুলিশ সুপার ও নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপারের নির্দেশে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাকের সার্বিক দিক নির্দেশনায় অবশেষে মাদকদ্রব্য গাঁজা গাছসহ একজনকে আটক করেছে থানা পুলিশ।
থানা পুলিশ অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক সংবাদকর্মীদের জানান, শনিবার বিকালে যশোরের ঝিকরগাছা থানার এসআই (নিঃ) সুমন বিশ্বাস, এএসআই ইকরামুল হক সহ সঙ্গীয় ফোর্স নিয়ে থানা এলাকায় গ্রেফতারী পরোয়ানা তামিল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযানের ডিউটি করার সময় গোপন সংবাদের ভিত্তিতে হাজেরালী উত্তরপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে ৬ফুট লম্বা ও ২ কেজি ২০০গ্রাম ওজনের একটি গাঁজা গাছ সহ বদর উদ্দিনের ছেলে মিন্টু মোড়ল (৩০) কে আটক করা হয়। আসামী তার নিজ জমিতে উন্নতজাতের ঘাসের আবাদের আড়ালে মাদকদ্রব্য গাঁজার গাছ চাষ করছিলো। এই বিষয়ে থানার এএসআই ইকরামুল হক বাদী হয়ে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) টেবিলের ১৮ (ক) ধারার আওতায় মামলা করেছেন। মামলা নং ১৪। তাং ২২/০৫/২০২১ইং। আসামীকে ২৩মে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।