আশাশুনিতে মন্দিরের ছাদ ঢালাই উদ্বোধন

0
137

আশাশুনি প্রতিনিধি
আশাশুনি সদর ইউনিয়নের কমলাপুর সার্বজনীন শ্রী শ্রী কালী মন্দিরের ছাদ ঢালাই কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে প্রধান অতিথি হিসেবে ঢালাইয়ের উদ্বোধন করেন, জেলা পরিষদের সদস্য ও আশাশুনি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মহিতুর রহমান।
এসময় তিনি জানান, জেলা পরিষদের পক্ষ থেকে মন্দিরটি নির্মাণের জন্য ৪ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়। বরাদ্দকৃত কাজের শেষ পর্যায়ে ছাদ ঢালাইয়ের কাজ চলছে। আর অল্প কিছুদিনের মধ্যেই বাকি কাজ সম্পন্ন হবে বলে আশা করছি।
উদ্বোধনকালে মন্দির পরিচালনা কমিটির সভাপতি অসীম বাছাড়, সাধারণ সম্পাদক স্বপন বাছাড়, উমাপদ ম-ল, অর্জুন বাছাড়, তারক ম-লসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here