সাংবাদিক রোজিনার মুক্তির দাবীতে বাঘারপাড়ায় মানববন্ধন

0
143

প্রদীপ বিশ্বাস, বাঘারপাড়া

প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদ, নিঃশর্ত মুক্তি ও দোষী কর্মকর্তা-কর্মচারীরের শাস্তির দাবিতে যশোরের বাঘারপাড়ায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাব বাঘারপাড়ার আয়োজনে শনিবার (২২ মে) বেলা ১১ টায় উপজেলা সদরের চৌরাস্তায় এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে স্থানীয় সাংবাদিক সহ বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী)’র নেতৃবৃন্দ অংশ নেন।

ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন- প্রেসক্লাবের সভাপতি ইকবাল কবীর, সাধারণ সম্পাদক হুমায়ন কবীর। এছাড়া কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কাস পার্টি (মার্কসবাদী)’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ। এসময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি কেএম শরাফত উদ্দীন, সহ সাধারণ সম্পাদক অনুপম দে, সাবেক সভাপতি লক্ষণ চন্দ্র মন্ডল, মিজানুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক ফরিদুজ্জামান, সিনিয়র সদস্য এ এইচ এম আজিজুল ইসলাম, আজম খান, কোষাধক্ষ্য প্রদীপ বিশ্বাস পিন্টু, দপ্তর সম্পাদক রাকিব হোসেন, সদস্য মোজাফফর হোসেন, আব্দুর রব, সাঈদ ইবনে হানিফ, শামীম রেজা, রেহমান জেমাম, আব্দুল আওয়াল, আহাদ আলী, নাজমুস সাকিব আকাশ, মনিরুজ্জামান, নুর হাসান লাল্টু, আক্তারুজ্জামান। যশোর জেলা ওয়াকার্স পার্টি (মার্কসবাদী) নেতা বিপুল বিশ্বাস, সুমন কর এবং দৈনিক সত্যপাঠ পত্রিকার এস এইচ রুবেল।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয় শুধু রোজিনা ইসলামের গলা চেপে ধরেনি। ন্যাক্কারজনক এই ঘটনার মাধ্যমে দেশের গণমাধ্যমের কণ্ঠ চেপে ধরেছে। বাংলাদেশে চোরেরা আজ একট্টা হয়ে গণমাধ্যমের যে স্বাধীনতা আছে তা কেড়ে নিতে চায়।’

এ সময় বক্তারা অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানান। দেশের গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা জোরদারসহ বিভিন্ন সময়ে সাংবাদিকদের নির্যাতনকারীদের বিচারের মুখোমুখি করার দাবি তুলে বলেন, ‘রোজিনা ইসলামের মুক্তির মাধ্যমে সাংবাদিক নির্যাতনের ইতি টানতে হবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here