শালিখা প্রতিনিধি
শালিখার ধনেশ্বরগাতী গ্রামে এক বাড়ীর পথ বন্ধকরে ঘর তুলছে প্রভাবশালি এক প্রতিবেশী। পুলিশ সুপার বরাবর অভিযোগ ও কোর্টে মামলা দিয়েছেন ক্ষতিগ্রস্ত ঐ ব্যক্তি।
সরেজমিন তদন্তে দেখা যায়, শালিখার ধনেশ্বর গাতী গ্রামের মৃত নলিন কান্ত বিশ্বাসের পুত্র নরেশ বিশ্বাস এর বাড়ী ও মেইন রাস্তার মধ্যে নয় শতাংশ জমির উপর তার প্রতিবেশী প্রসেনজিৎ বিশ্বাস ও লাবনী বিশ্বাস মাটি ভরাট করে ঘর তুলছে। যে জমির উপর দিয়ে রনেশ বিশ্বাসরা সারা জীবন চলাচল করে। এই পথ বন্ধ হলে তারা বাড়ী থেকে বের হতে পারবে না।
এ ব্যাপারে নরেশ বিশ্বাস বাদী হয়ে মাগুরা পুলিশ সুপার বরাবর একটি অভিযোগ দিয়েছে এবং মাগুরা জজ আদালতে একটি মামলা দিয়েছে।
নরেশ বিশ্বাস আমাদের জানান, ধনেশ্বরগাতী মৌজার ৩৬৩ খতিয়ানের ৯২৪০ দাগের উপর দিয়ে আমরা সারা জীবন চলাচল করি। যে দাগে ১০ শতাংশ জমির মধ্যে আমার ৩ শতাংশ ও আমার শরিকদের ৭ শতাংশ।কিন্তু ঐ জমি শরিকদের কাছ থেকে গোপনে লিখে নিয়ে আমার প্রতিবেশী প্রসেনজিৎ বিশ্বাস ও লাবনী বিশ্বাস সেখানে মাটি ভরাট করে ঘর তুলছে। বধা দিলে আমার স্ত্রীকে নির্মম ভাবে পিটিয়ে ও পানিতে চুবিয়ে আহত করছে। যে কারনে আমি আদালতের আশ্রয় নিয়েছি।আমার বাড়ীর পথ উন্মুক্ত ও আমার স্ত্রীর উপর নির্যাতনের সুষ্ঠু বিচার আসা করি কতৃপক্ষের কাছে।