বেনাপোল প্রতিনিধি
শার্শা উপজেলা জার্নালিষ্ট এ্যাসোসিয়েশন এর মাসিক বৈঠক ও সদস্যদের মাঝে পরিচয়পত্র বিতরণ করা হয়েছে। শনিবার উপজেলা অফিসের সভাকক্ষে এ মাসিক বৈঠক ও জার্নালিষ্ট এ্যাসোসিয়েশন এর সদস্যদের মাঝে সংগঠনের পরিচয় পত্র বিতরন ও সাংবাদিক রোজিনার মুক্তির দাবি করা হয়। এসময় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আজিবর রহমান।
মাসিক সভা ও কার্ড বিতরণ অনুষ্ঠান সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হয়। এসময় উন্মুক্ত আলোচনায় সকল সাংবাদিক সততা ও নিষ্ঠার সাথে ববস্তু নিষ্ঠ সংবাদ পরিবেশন করবে বলে মত প্রকাশ করেন। সাম্প্রতিক সময় দৈনিক প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলাম এর সচিবালয় হেনস্থা মিথ্যা মামলার নিঃশর্ত মুক্তির ও জামিন দেওয়ার ব্যাপারে সরকারের কাছে জোর দাবি জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন জার্নালিষ্ট এ্যাসোসিয়েশন এর সাধারন সম্পাদক আব্দুল মান্নান সহ সভাপতি এনামুল হক, রবিউল ইসলাম, সালাম গফফার ছন্দ, সাংবাদিক আবুল বাশার, আশানুর রহমান আশা, কামাল উদ্দিন, মারুফুল ইসলাম প্রমুখ।
Home
দক্ষিণ-পশ্চিমাঞ্চল শার্শায় জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের মাসিক বৈঠকে সাংবাদিক রোজিনার মুক্তির দাবি