রাশিয়ার ‘সমুদ্রদানব’ ডানাওয়ালা জাহাজ!

0
149

আন্তর্জাতিক ডেস্ক
দেখতে অর্ধেক জাহাজ আর অর্ধেক বিমানের মতো। দৈত্যকার এ যানটির নাম ডানাওয়ালা জাহাজ। ১৯৬০ সালে এ যানটির নকশা করেন রাশিয়ার প্রকৌশলীরা।
জাহাজটির টেস্ট ফাইটে প্রকৌশলী হিসেবে কাজ করেছেন আলিগাদজি আবদুলগালিমভ।
প্রতিপক্ষের জাহাজকে টক্কর দিতে এটি তৈরি করা হয়েছিল। খুব নিচ দিয়ে উড়তে পারে বলে এটি রাডারে ধরা পড়ে না। তবে জাহাজটি কখনো এমন অপারেশনে যায়নি।
জাহাজটির অবতরণের জন্য বড় রানওয়ের দরকার নেই। জাহাজটিকে এখন রাশিয়ার কাস্পিয়ান সাগর অঞ্চলে ঘুরতে যাওয়া পর্যটকদের বিনোদনের জন্য রাখা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here