বেনাপোল প্রতিনিধি
শার্শার বাগআঁচড়া ইউপি চেয়ারম্যানের ছেলে বিদেশী মদসহ আটক হয়েছে। শুক্রবার রাত্রে চেয়ারম্যান ইলিয়াছ কবির বকুলের ছেলে আশরাফুল ইসলাম অপু ও তার সহযোগি শাওন মাখলা ভারত থেকে পাচার করে আনা দুই বোতল হুইস্কি মদ সহ আটক হয়। সীমান্তের গোগা এলাকা থেকে তাদের মোটরসাইকেল বসতপুর নামকস্থানে আসলে পুলিশ তাদের গতিরোধ করে মদ সহ আটক করে।
আটককৃত অপু বাগআঁচড়া গ্রামের চেয়ারম্যান ইলিয়াছ কবির বকুলের ছেলে ও তার সহযোগি একই গ্রামের কলেজ পাড়ার শাওন মাখলা।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয়রা জানান, বকুল চেয়ারম্যানের ছেলে দীর্ঘদিন যাবৎ গোগা ইউনিয়নের একজন চেয়ারম্যানের ছেলের সহযোগিতায় মাদক ব্যবসা করে যা এলাকায় বাতাসেও গুঞ্জন ছড়ায়। এর আগে গোগা ইউনিয়নের চেয়ারম্যান পুত্র মাদক সহ আটক হয়ে জেল খেটে জামিনে বেরিয়ে আসে। তার নামে মাদক মামলাও রয়েছে।
এ বিষয় চেয়ারম্যান বকুলের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি পরে জানাব। বিষয়টি তিনি এখনো জানতে পারে নাই।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল আলম খান বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।