আড়পাড়া প্রতিনিধি
মাগুরার শালিখা উপজেলায় মোটরসাইকেল চুরি করে পালানোর সময় এলাকীবাসীর সহযোগিতায় দুই চোরকে আটক হয়েছে।
মঙ্গলবার (১৮মে) হাজরাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের এ এস আই বুলবুল কুমার অধিকারীর সঙ্গিও ফোর্সসহ অভিযান চালিয়ে খালিদ (৩০) ও আলিরাজ নামে দুই চোরকে মোটরসাইকেলসহ গ্রেফতার করে।
জানা যায়, উপজেলার গঙ্গারামপুর ইউনিয়নের গঙ্গারামপুর গ্রামে মঙ্গলবার বিকালে আরাফাত হোসেন নামে এক ব্যাক্তির মোটরসাইকেল রাস্থার পাশ থেকে চুরি হয়ে যায়। আরাফাত হোসেন গংগারামপুর গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান মৃত আখতারুননবির ছেলে। শালিখা থানা পুলিশ জানায়, খালিদের বাড়ি ফরিদপুরের সালথার সিদ্দিকুর রহমানের ছেলে। সে মাগুরা সদর উপজেলার বেরইল পলিতা ইউনিয়নে নানা বাড়ি এলাকায় থাকে এবং সাহেব আলী খন্দকারের নাতি ও শফিকুল ইসলামের রিলেটিভ বলে জানা গেছে। আলীরাজ একই এলাকার ডাবলু মোল্যার ছেলে বলে জানায় পুলিশ। খালিদ ও আলীরাজকে আদালতে পাঠানো হয়েছে।