মধুখালী প্রতিনিধি
ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের কোমরপুর মধ্যপাড়া গ্রামের মোহাম্মাদ আলী শেখের বাড়ী বৃহস্পতিবার বেলা ১২টা ৩০মিনিটের সময় আগুন লেগে ঘরবাড়ী পুড়ে যায়।
আগুন লেগে ১টি রান্নাঘর, ১টি মালামাল রাখার ঘর, ১টা বসতঘর, খড়ের পালা, গাছপালা সহ ঘরে থাকা নগদ ৭০ হাজার টাকা, সোনা ২ভরি, ঘরে রাখা পিয়াজ, রসুন, ধান, সহ ঘরের মধ্যে যাবতীয় দ্রব্যসামগ্রী, আসবাবপত্র, বইখাতা পুড়ে যায় এবং এদের পরিবাবের পরনের পরিধান ব্যতিত কিছুই বের করতে পারে নাই। সংবাদ পেয়ে মধুখালী ফায়ার সার্ভিস আসার আগেই আশে পাশে লোকজন এসে আগুন নিয়ন্ত্রন করে। আগুনে পুড়ে এদের প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
আগুন লাগার সংবাদ শুনে কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান জাহিদুর রহমান বিশ্বাস (বাবু) সহ আরো অনেকে সমবেদনা জানান এবং ক্ষতিগ্রস্থ পরিবারের চেয়ারম্যান সাহায্যের ব্যবস্থা করবেন বলে পরিবারের মাধ্যমে জানা যায়। তবে আগুনের সূত্রপাত রান্নাঘর থেকে গ্যাস লাইট পিস্ট হয়ে ঘরে আগুন লেগেছে বলে পরিবারের মাধ্যমে জানা যায়।