আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার খোলপেটুয়া নদীর একমাত্র বালু চর (বালু মহল) এর দখল হস্তান্তর করা হয়েছে। এখন থেকে এই চর থেকে বালু উত্তোলন করে এলাকার কাজে লাগানো যাবে। জেলা বালু মহল ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত মোতাবেক সাতক্ষীরা সুলতানপুর গ্রামের মোঃ খলিলুল্লাহ ঝড়–কে বালুচর (বালু মহল) হস্তান্তর করা হয়।
সাতক্ষীরা রেভিনিউ ডেপুটি কালেক্টর লিখন বনিক স্বাক্ষরিত ১৫ এপ্রিলের পত্রে খোলপেটুয়া নদীর জেলেখালী বালু চরের হস্তান্তর আদেশ প্রদান করা হয়। খলিলুল্লাহ ঝড়– ৪ লক্ষ ৫০ হাজার টাকা ইজারা মূল্যে ১৪২৮ সনের জন্য বালুমহলটির ইজারা গ্রহন করেছেন। উপজেলার যার যেখানে বালুর প্রয়োজন হবে তাকে নির্ধারিত মূল্য পরিশোধ করে এই বালুর চর থেকে বালু উত্তোলন করে নিতে হবে। উপজেলার কোথাও কোন নদী, খাল, বিল অথবা ভূ-গর্ভ হতে ড্রেজার মেশিনের সাহায্যে বালু উত্তোলন করা যাবে না। ইজারা গ্রহিতার প্রতিনিধি হিসাবে এখানে দায়িত্ব পালন করবেন রোকনুজ্জামান (০১৭১৫৮৫৭৩২২) ও আছাফুর রহমান (০১৭১১৭৩৯১২৪)।