আশাশুনির অবসরপ্রাপ্ত শিক্ষক শফিয়ার আর নেই

0
129

আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার দরগাহপুরের কৃতি সন্তান, সমাজসেবক, বাংলাদেশ সরকার থেকে ভাতাপ্রাপ্ত সাবেক ফুটবল খেলোয়াড় ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ শফিয়ার রহমান আর নেই (ইন্নালিল্লাহি … রাজিউন)। দরগাহপুর গ্রামের মৃত শেখ অজিয়ার রহমানের ছেলে শেখ শফিয়ার রহমান বৃহস্পতিবার দিবাগত রাতে অসুস্থ হয়ে পড়লে এ্যাম্বুলেন্স যোগে খুলনায় নেওয়ার সময় কপিলমুনি পৌছালে ১২.৩০ টার দিকে স্ট্রোক জনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। শুক্রবার জুম্মা নামাজ বাদ দরগাহপুর কেন্দ্রীয় জামে মসজিদ চত্বরে জানাজার নামাজ শেষে তাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। জানাজার নামাজে ইমামতি করেন দরগাহপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শেখ মনিরুজ্জামান। এসময় বহু হাজী, আলেম ও হাফেজ, সরকারী কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ, শিক্ষকবৃন্দ, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লীবৃন্দ উপস্থিত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও দুই কন্যাসহ অসংখ্য আতœীয় স্বজন রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here