মঈন উদ্দিন, ফুলতলা
দৈনিক প্রথম আলো পত্রিকার জেষ্ঠ্য সাংবাদিক রোজিনা ইসলামের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে বুধবার সাকাল সাড়ে ১১ টায় জামিরা সড়কে ফুলতলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। ফুলতলা প্রেসক্লাবের সভাপতি এস এম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন ফুলতলা প্রেসক্লাবের সহ-সভাপতি মহাতাব উদ্দিন আহম্মেদ ও রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক গৌর হরি দাস, সহ-সাধারণ সম্পাদক ইব্রাহিম মোল্যা, ডাঃ আ. হাই ও তরিকুল ইসলাম টলা, কোষাধ্যক্ষ জাহিদুল হক, সদস্য শফিকুল ইসলাম, শরীফ বিল্লাল হোসেন, মঈন উদ্দিন ময়না, আ. হাফিজ কচি, মহিবুল ইসলাম মুন্না, রাসেল শেখ, আ. মান্নান সরদার, মাসুদ আহম্মেদ, রাজিবুল হাসান, ডাঃ জয়দের সরকার। বৃহঃস্পতিবার সকাল ১০ টায় ফুলতলা বাজারের চৌরাস্তার মোড়ে ফুলতলা প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক রোজিনা ইসলামের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হবে।