শালিখা প্রতিনিধি
গত মঙ্গলবার মাগুরার শালিখার গঙ্গারামপুর থেকে দুই মোটরসাইকেল চোরকে আটক করেছে শালিখা থানা পুলিশ। আটক কৃতরা হল মাগুরা সদর উপজেলার বাটাজোড় গ্রামের সিদ্দিকুর রহমানের পুত্র খালীদ ও ডাঙ্গা সিংড়া গ্রামের ডাবলু মোল্লার পুত্র আলীরাজ।এ ব্যাপারে ১৯ মে শালিখা থানায় একটি মামলা হয়েছে। মামলা নং ১৩।
মামলার তদন্তকারি অফিসার এসআই আতাউর রহমান জানান গঙ্গারামপুর গ্রামের আরাফাত হোসেনের ইয়ামা মোটরসাইকেল চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সহযোগিতায় তাদের আটক করে জেল হাজতে পাঠান হয়েছে।