রোজিনা ইসলামকে হেনস্থা ও আটকের প্রতিবাদে মণিরামপুর প্রেসক্লাবের মানববন্ধন ও প্রতিবাদ সভা

0
160

মিজানুর রহমান, মণিরামপুর
অনুসন্ধানি সাংবাদিকতার পথিকৃত প্রখ্যাত সাংবাদিক রোজিনা ইসলাম মিথ্যা মামলায় আটক হয়েছেন, তাকে অবিলম্বে নি:শর্ত মুক্তি দিতে হবে। একই সাথে হেনস্থাকারি উপ-সচিবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। পেশাগত দায়িত্ব পালনকালে রোজিনা ইসলামকে হেনস্থা ও গ্রেফতারের প্রতিবাদে মণিরামপুর প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা এসব কথা বলেন।
মণিরামপুর প্রেসক্লাবের সামনে যশোর-সাতক্ষীরা মেইন সড়কে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি ফারুক আহাম্মেদ লিটন। সিনিয়র সাংবাদিক মোহাম্মদ বাবুল আকতারের পরিচালনায় বক্তব্য রাখেন সম্পাদক মোতাহার হোসেন, সিনিয়র সাংবাদিক অধ্যাপক আব্বাস উদ্দীন, সিনিয়র সহসভাপতি জি এম ফারুক আলম, সহসভাপতি প্রভাষক নূরুল হক, সাংগঠনিক সম্পাদক এস এম সিদ্দিক, সাবেক সহসভাপতি মনিরুজ্জামান মনির, দপ্তর সম্পাদক অশোক কুমার বিশ্বাস, নির্বাহী সদস্য অধ্যাপক হোসাইন নজরুল হক, গীতারানী কুন্ডু, সদস্য প্রভাষক সঞ্জয় কুমার দে, জয়নাল আবেদীন প্রমূখ।
এ সময উপস্থিত ছিলেন সাবেক সহসভাপতি আব্দুল মতিন, যুগ্ম সম্পাদক হারুন অর রশিদ সেলিম, আসাদুজ্জামান রয়েল, অর্থ সম্পাদক ডাঃ মিজানুর রহমান, আইসিটি সম্পাদক শফিয়ার রহমান, সাবেক দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম, প্রচার সম্পাদক আবু বক্কার সিদ্দিক, নির্বাহী সদস্য ইউনুস আলী, মনোয়ার উদ্দীন আহম্মেদ, সিনিয়র সদস্য সফিদুর রহমান, অরবিন্দু রায়, সাবেক প্রচার সম্পাদক হারুণ অর রশিদ, মোস্তফা আলমগীর কবীর, রিপন হোসেন সাজু, উজ্জ্বল কুমার রায়, মোন্তাজ হোসন, টিপু সুলতান, তাজউদ্দীন আহম্মেদ, অধ্যাপক আলা উদ্দীন, রাহাত আলী প্রমূখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here