রেকর্ড ভেঙে রেকর্ড ভারতে, মৃত্যু ৪৫২৯

0
202

আন্তর্জাতিক ডেস্ক
করোনাভাইরাসের সংক্রমণে স্থবির হয়ে পড়া ভারতে প্রতিদিনই কোনো কোনো রেকর্ড হচ্ছে। করোনার ব্যাপক সংক্রমণে মৃত্যুপুরী হয়ে উঠেছে দেশটি। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪ হাজার ৫২৯ জনের মৃত্যু হয়েছে। গতকাল যা ছিল ৪ হাজার ৩২৯, যেটি বিশ্বে করোনার একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ছিল।
বুধবার ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাদ দিয়ে বলা হয়েছে, মৃত্যুর সংখ্যা বাড়লেও গত তিনদিন ধরে কমেছে আক্রান্তের সংখ্যা।
২৪ ঘণ্টায় ২ লাখ ৬৭ হাজার ৩৩৪ জন নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ৫৪ লাখ ৯৬ হাজার ৩৩০ জনে দাঁড়ালো। মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২ লাখ ৮৩ হাজার ২৪৮ জনে।
ভারতে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ২০ লাখেরও বেশি। একদিনে নমুনা পরীক্ষার নিরিখে এই সংখ্যা এখনও অবধি সর্বোচ্চ। তবে আক্রান্তের সংখ্যা কমতে থাকায় সুস্থ রোগীর সংখ্যা বেড়েছে। বিভিন্ন হাসপাতাল ও বাসা বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন ৩২ লাখের মতো মানুষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here