বিশেষ প্রতিনিধি
কোতয়ালি মডেল থানা, পুরাতন কসবা, চাঁচড়া পুলিশ ফাঁড়ী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় ক সার্কেলের সদস্যরা আলাদা অভিযান চালিয়ে ইয়াবা, গাঁজা ও গাঁজালো তাঁড়ী উদ্ধার করেছে। এসময় এক শিশু বালিকাসহ ৬জনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হচ্ছে, সদর উপজেলার শ্যামনগর সাজিয়ালী পশ্চিমপাড়ার মৃত জনু মন্ডলের ছেলে আব্দুল আলীম, বেনাপোল পোর্ট থানার অর্ন্তগত সাদীপুর পূর্ব পাড়ার মৃত গোলাম বারীর ছেলে ইউনুস আলী, যশোর শহরের শংকরপুর আশ্রম রোড মহিলা মাদ্রাসার পিছনে (রেল কোয়ার্টার পরিত্যক্ত) আব্দুল জব্বার গাজীর স্ত্রী শিরিনা বেগম, সদর উপজেলার পূর্ব আবাদ কচুয়া নতুন বাজারের মৃত সিরাজ আলীর ছেলে ইন্তাজ আলী, শহরের টালিখোলা পুলিশ লাইন মাদ্রাসার পাশে মধুর ছেলে সেন্টু ও পালবাড়ী তেতুলতলার ফজলুর হকের শিশু মেয়ে তাজনিন সুলতানা ওরফে দিসা। এ ঘটনায় আলাদা মাদক আইনে মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির এএসআই সফিকুল ইসলাম জানান, মঙ্গলবার ১৮ মে রাত সোয়া ১১ টায় গোপন সূত্রে খবর পেয়ে শহরের পুরাতন কসবা কাজীপাড়াস্থ গোলাম পাড়া রোডে জনৈক হিরো মুদি দোকানের সামনে থেকে সেন্টু ও শিশু বালিকা তাজনিন সুলতানা ওরফে দিসাকে সন্দেহ জনকভাবে গ্রেফতার করে। পরে তাদের দখল হতে ১৩পিস ইয়াবা উদ্ধার করে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় ক সার্কেলের সদস্যরা মঙ্গলবার ১৮ মে বিকেল সাড়ে ৫ টায় সদর উপজেলার পূর্ব আবাদ কচুয়া নতুন বাজার এলাকাস্থ আসামী ইন্তাজ আলীর বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরে ইন্তাজের দখল হতে ১০ লিটার গাঁজালো তাঁড়ী উদ্ধার করে।
কোতয়ালি মডেল থানা পুলিশ একই দিন বিকেল পৌনে ৫ টায় শহরের রেলরোড বাজারস্থ জনৈক আবুল বাশার এর চা পান দোকানের সামনে থেকে শিরিনা বেগমকে ১শ’ গ্রাম গাঁজাসহ, চাঁচড়া ফাঁড়ি পুলিশ মঙ্গলবার ১৮ মে বিকালে চাঁচড়া চেকপোষ্ট সংলগ্ন বিএনডিসি অফিসের প্রধান গেট এর সামনে থেকে ইউনুস আলীকে ৬শ’ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে।
এছাড়া, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় ক সার্কেলের সদস্যরা বুধবার ১৯ মে সকাল সাড়ে ১১ টায় সদর উপজেলার শ্যামনগর সাজিয়ালী পশ্চিম পাড়াস্থ আসামী আব্দুল আলীমের বাড়িতে অভিযান চালিয়ে ৫০পিস ইয়াবাসহ আব্দুল আলীমকে গ্রেফতার করে।