বিশেষ প্রতিনিধি
শহরের পুলিশ লাইন্স স্কুল রোড জনৈক আব্দুল হালিমের ভাড়াটিয়া সুষমা মন্ডলের বসত বাড়িতে দুঃসাহসিক চুরি সংঘঠিত হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার রাতে কোতয়ালি মডেল থানায় অজ্ঞাতনামা চোরের বিরুদ্ধে মামলা হলেও পুলিশ চুরি যাওয়া মালামাল উদ্ধার কিংবা চুরির সাথে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি।
সাতক্ষীরা জেলা কালিগঞ্জ উপজেলার গোবিন্দকাঠি গ্রামের বর্তমানে যশোর পুলিশ লাইন্স স্কুল রোড জনৈক আব্দুল হালিমের বাড়ির ভাড়াটিয়া প্রসেনজিৎ মল্লিকের স্ত্রী সুষমা মন্ডল মঙ্গলবার ১৮ মে রাতে কোতয়ালি মডেল থানায় বাদি হয়ে অজ্ঞাতনামা চোর উল্লেখ করে মামলা করেন। মামলায় তিনি উল্লেখ করেন, তিনি তার স্বামী ও পরিবার বর্গ নিয়ে উক্ত ভবনে ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন। গৃহবধূর স্বামী প্রসেনজিৎ মল্লিক মণিরামপুর থানায় কর্মরত থাকায় গত ১৫ মে স্ব-পরিবারে সকাল ১১ টায় ঘরের দরজা ও গেটের তালা মেরে স্বামীর কর্মস্থল মণিরামপুর থানায় বেড়াইতে যায়।
১৭ মে উক্ত বাড়ির মালিলের স্ত্রী নিলুফার ইয়াসমিন সুষমা মন্ডলকে মোবাইল ফোনে জানান, তার ভাড়া বাড়ির রান্না ঘরের উত্তর পাশের্^র এয়ার কুলার খোলা। সংবাদ শুনে সকাল সাড়ে ১০ টায় স্বামীসহ সকলে দ্রুত মণিরামপুর থেকে ভাড়া বাড়িতে এসে দেখেন বেডরুমের সাথে রান্না ঘরের এয়ার কুলার খোলা। ঘরে আলমারিসহ সব কিছু তছনছ করা। ঘরে থাকা ৩ ভরি ওজনের স্বর্ণের গহনা যার মূল্য ১লাখ ৫০ হাজার টাকা, নগদ ৪৫ হাজার টাকা, ৩৯টি একশ’ টাকার প্রাইজ বন্ড, ৫টি পানির ট্যাপ, মূল্যবার দলিলাদি, শাড়ি যার মূল্য ৩০ হাজার টাকা নেই। পরে বাড়ির মালিকসহ আশপাশের লোকজনকে জানিয়ে থানায় অজ্ঞাতনামা চোরের বিরুদ্ধে মামলা করেন।