মঈন উদ্দিন, ফুলতলা
ফুলতলা বাজারের প্রবিণ চা ব্যবসায়ী শহীদ বিহারী (১০৫) গতকাল বুধবার সকাল সাড়ে ১০ টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে দামোদর গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না …. রাজেউন)। বুধবার আসর বাদ উপজেলা জামে মসজিদ প্রাঙ্গনে নামাজে জানাজা শেষে উপজেলার ডাবুর মাঠ কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।
নামাজে জানাজায় ও পরিবারের প্রতি সমবেদনা জানাতে উপস্থিত ছিলেন আইয়ান জুট মিলস লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ফেরদৌস আহেম্মদ ভূঁইয়া, জেলা আওয়ামীলীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক আসলাম খান, ফুলতলা প্রেসকাবের সভাপতি, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি ও বাজার বণিক কল্যাণ সোসাইটির সহ-সভাপতি এস এম মোস্তাফিজুর রহমান, বাজার বণিক কল্যাণ সোসাইটির সভাপতি এস রবিন বসু, আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান নান্নু, ইউপি সদস্য আ. রশিদ, বিএনপি নেতা জামাল ভূঁইয়া, ব্যবসায়ী জাহাঙ্গীর ভূঁইয়াসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।