বিশেষ প্রতিনিধি
র্যাব-৬ যশোর ক্যাম্পের একটি চৌকস দল মঙ্গলবার দুপুরে যশোরের ঝিকরগাছা উপজেলার ছুটিপুর বাজারের তিন রাস্তার মোড়ে অভিযান চাািলয়ে ওয়ারেন্টু ভূক্ত আসামী সেলিম সরদার নামে এক যুবককে গ্রেফতার করেছে। সে চৌগাছা উপজেলার আজমতপুর গ্রামের আক্তার সরদারে ছেলে।
র্যাব-৬ যশোর ক্যাম্প সূত্রে জানাগেছে, মঙ্গলবার ১৮ মে দুপুর দেড়টার পর উক্ত স্থানে গোপন সূত্রে খবর পেয়ে সেলিম সরদারকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে বোয়ালমারী জিআর নং ১৯৩/১২, অতিঃ জেলা ও দায়রা জজ ২য় আদালত কর্তৃক প্রেরিত ওয়ারেন্ট ছিল। সেলিম সরদারকে চৌগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।