ক্যান্সার আক্রান্ত ঝিকরগাছার আকাশ : সহযোগিতা কামনা

0
151

আফজাল হোসে চাঁদ, ঝিকরগাছা
যশোরের ঝিকরগাছা পৌরসভার ১নং ওয়ার্ডের কাটাখালী গ্রামের বাসিন্দা আকাশ পায়ুপথে ক্যান্সারে আক্রান্ত হয়েছে। আকাশকে বাঁচতে বিত্তবানদের নিকট সহযোগিতা আহ্বান করেছে তার অসহায় পরিবার। সে বহুদিন যাবৎ অসুস্থ অবস্থায় জীবন যাপন করছিলো। তার পরিবারের সকল সঞ্চয় চিকিৎসার্থে খরচ হয়ে গেছে।
এখন চিকিৎসার শেষ পর্যায়ে পায়ুপথে ক্যান্সারে অপারেশনের জন্য দরকার ১লক্ষ টাকা। হয়তোবা আপনার অতি সামান্য সহযোগিতায় বাঁচতে পারে আকাশের সুন্দর জীবন। আকাশের জীবন বাঁচাতে আপনাদের সহযোগিতা পাঠাতে পারেন তার পরিবারের বিকাশ ও নগদ পার্সোনাল নাম্বার ০১৯৭৪৫১৮৮১২ এবং সোনালী ব্যাংক ঝিকরগাছা শাখার হিসাব নাম্বার ২৩১৮৪০১০২৪৮০৪।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here