মুক্ত খান, রূপদিয়া
ঈদুল ফেতর উপলক্ষে রূপদিয়া বাজারে জমে উঠেছে বেচা-কেনা। দেশে করোনা ভাইরাস লকডাউন চলছে কিন্তু কারো মনে বিন্দু মাত্র করোনা আতংক আছে বলে মনে হয় না। বেশির ভাগই মানছেনা স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব। লক্ষ একটাই, পছন্দের পন্যটি কিনে স্বজনদের খুশি করতে ও নিজের আত্বতৃপ্তি মেটানো। বাজার ঘুরে দেখা গেছে পুরুষের চেয়ে নারী ক্রেতাদের সমাগম অনেক বেশি। অধিকাংশ কাপড় ও জুতার দোকান গুলোর কেনা-বেচা ভিড় লক্ষনীয়।
এ বাজারে নরেন্দ্রপুর, কচুয়া, রামনগর, বসুন্দিয়া, ঢাকুরিয়া, মাহামুদপুর, প্রেমবাগ ইউনিয়নের অত্যন্ত ত্রিশটা গ্রামের মানুষ রূপদিয়া বাজারে কেনা-বেচা করেন বলে জানা গেছে। অনেক ক্রেতারা জানিয়েছেন যশোর নওয়াপাড়া থেকে রূপদিয়া বাজারে দামে অনেক কমে নিজের পছন্দের পন্য কেনা যায়। অনেক দোকান মালিক সাংবাদিকদের জানায়, আমরা স্বাস্থ্যবিধি মানছি কিন্তু অনেক ক্রেতা মানছেনা। বেচাকেনা কেমন জানতে চাইলে বলেন, বেচাকেনা ভাল ঈদের আরো দুই-তিন দিন বাকি, আশাকরি আরো ভালো হবে। অপরদিকে মুখে মাক্স না থাকায় শাপলা ট্রেডার্সের মালিককে যশোর নির্বাহী ম্যাজিষ্ট্রেট কৃষ্ণ চন্দ্র ১ হাজার টাকা জরিমানা করেন।