বিশেষ প্রতিনিধি
কোতয়ালি মডেল থানা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় ক সার্কেলের সদস্যরা আলাদা অভিযান চালিয়ে এক কেজি গাঁজা ও ৩৪ পিস ইয়াবা উদ্ধার করেছে। এসময় চার জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে,যশোর শহরের লোন অফিস পাড়ার মৃত মোজাহারের ছেলে রাসেল,সদর উপজেলার শেখহাটি বাবলাতলার আবু জেহেরের ছেলে মনিরুল ইসলাম, শেখহাটি জামরুল তলার ফাটা গোল্লার মোড় কামেলের বাড়ির ভাড়াটিয়া মৃত আক্তার হোসেনের ছেলে আছাদুল ও যশোরের ঝিকরগাছা উপজেলার কাশিপুর মাঠপাড়ার আব্দুল খালেকের ছেলে আজিম হোসেন।
কোতয়ালি মডেল থানা পুলিশ রোববার ৯ মে রাত সাড়ে ৯ টায় শহরের বারান্দীপাড়া কদমতলা মোড়ের পাকা রাস্তার উপর ১ নং ওয়ার্ড এলাকা থেকে রাসেল ও মনিরুল ইসলামকে ১৪পিস ইয়াবাসহ,সদর পুলিশ ফাঁড়ির সদস্যরা রোববার ৯ মে বিকেল সাড়ে ৫ টায় শেখহাটি জামরুল তলা বাজার ফাটা গোল্লার মোড় সৈকত লেদের দোকানের সামনে থেকে আছাদুলকে ২০পিস ইয়াবাসহ গ্রেফতার করে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় ক সার্কেলের সদস্যরা রোববার গভীর রাত সাড়ে ১২ টায় করিচিয়া মধ্যপাড়াস্থ বাগেরহাট বাজার টু নতুন হাট সড়কের দক্ষিণ পাশে জনৈক হাদিউজ্জামান চায়ের দোকানের সামনে থেকে আজিম হোসেনকে ১ কেজি গাঁজা ও ১টি মোটর সাইকেলসহ গ্রেফতার করে। এসময় আজিম হোসেনের সহযোগী ঝিকরগাছা উপজেলার মির্জাপুর গ্রামের রেজাউল ইসলামের ছেলে হেলাল উদ্দীন পালিয়ে যায়। এ ব্যাপারে মাদক দ্রব্য আইনে আলাদা তিনটি মামলা হয়েছে।