ঝিকরগাছায় সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ পোশাক ও কর্মহীন হতদরিদ্রদের ঈদ সামগ্রী বিতরণ

0
152

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা
যশোরের ঝিকরগাছা পৌরসদরে কৃষ্ণনগর মাঠপাড়া ও মোবারকপুর কলেজপাড়াস্থ সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষাপ্রতিষ্ঠান স্বপ্নলোকের পাঠশালা’র ১ম ও ২য় ক্যাম্পাসে ঈদ পোশাক ও কর্মহীন হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শতভাগ স্বাস্থ্যবিধি মেনে স্বেচ্ছাসেবী সংস্থা পেন ফাউন্ডেশনের উদ্যোগে ও আমেরিকা প্রবাসী নিউ ইয়ার্ক সিটি কারেকশন অফিসার কামরুজ্জামান শাহিন’র আর্থিক সহযোগিতায় সোমবার বিকাল ৪টার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিশিষ্ট কথা সাহিত্যিক ও পেন ফাউন্ডেশনের সভাপতি সফিয়ার রহমান।
পেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও স্বপ্নলোকের পাঠশালা’র প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক মেঘনা ইমদাদ’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, পেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইমদাদুল হক ইমদাদ, বিশিষ্ট কবি টিপু সুলতান, সাংবাদিক আফজাল হোসেন চাঁদ, শিক্ষক শফিকুল ইসলাম, সমন্বয়কারী রিজন বিশ্বাস, স্বেচ্ছাসেবক টিম লিডার প্রেসিডেন্টস অ্যাওয়ার্ড প্রাপ্ত রোভার স্কাউট জুবায়ের বিন মকলেছ, এসএম জাহাঙ্গীর আলম, স্বপ্নলোকের পাঠশালা’র শিক্ষক বিথী খাতুন ও সান্তা ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, পেন ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত স্বপ্নলোকের পাঠশালা’র ১ম ও ২য় ক্যাম্পাসের ৭০জন শিক্ষার্থীর মাঝে ঈদ পোশাক ও ৭০জন কর্মহীন হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী হিসাবে আলু, পিয়াজ, লাচ্চা ও সাধারণ সেমাই, সয়াবিন তেল, চিনি, লবন, নুডুলস, মুসুরির ডাল, সুজি, ও পরিমাণমত ডালদা, কিচমিচ এবং বাদাম প্রদান করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here