বিশেষ প্রতিনিধি
দরিদ্রদের মাঝে ইদুল ফিতর উপলক্ষ্যে খাদ্যপণ্য বিতরণ করেছে ফ্রেন্ডস ক্লাব যশোর। সোমবার শহরের বেজপাড়া কবরস্থান রোডে ফ্রেন্ডস ক্লাব যশোর কার্যালয়ের সামনে এক অনুষ্ঠানে এই খাদ্যপণ্য বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করে ফ্রেন্ডস ক্লাব যশোরের সভাপতি মাহমুদ এলাহী মানু। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর সাহেদ হোসেন নয়ন, বেজপাড়া অনিবার্ণ সংসদের সাবেক সভাপতি ও পৌরসভার সাবেক কমিশনার আফজালুল করিম রানু, ফ্রেন্ডস ক্লাব যশোরের সাধারণ সম্পাদক কাজী আশরাফুল আজাদ, যুগ্ম সম্পাদক শেখ নাইম মনু, ফারুক হোসেন, সংগঠনের উপদেষ্টা মাহাতাফ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম টিপু, কোষাধ্যক্ষ মিঠুন মোল্লা, ইমরান হোসেন, সাকিব হাসান প্রমুখ। অনুষ্ঠানে দুইশতাধিক মানুষের মাঝে খাদ্যপণ্য বিতরণ করা হয়।