সাংবাদিক এম.আর রকির পিতার মৃত্যু, শোক জ্ঞাপন

0
161
আশরাফ আলী মুন্সী ও সাংবাদিক এম.আর রকি -ফাইল ফটো

সত্যপাঠ রিপোর্ট
প্রেসক্লাব যশোরের সদস্য, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সদস্য ও দৈনিক সত্যপাঠ পত্রিকার বিশেষ প্রতিনিধি এম.আর রকির পিতা আশরাফ আলী মুন্সী শনিবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে …. রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি হৃদরোগে আক্রান্ত হলে তাকে দ্রুত ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এরপর বেলা ১১টা ৫ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন। জোহর বাদ উপশহর ই-ব্লক জামে মসজিদে জানাজা শেষে বিকেলে গ্রামের বাড়ি বাগেরহাটে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ পুত্র ও ২ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
এদিকে, তার মৃত্যুতে শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে বিবৃতি দিয়েছেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ও সম্পাদক আহসান কবীর।
এছাড়া. সাংবাদিক এম আর রকির পিতার আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু আহমেদ ও সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম। এক যুক্ত বিবৃতিতে নেতৃদ্বয় মরহুমের রুহের মাগ্ফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
অপর এক বিবৃতিতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব মহিদুল ইসলাম মন্টু রকির পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এছাড়া শোক প্রকাশ করেছেন যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা ও দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু, উপদেষ্টা বদরুদ্দিন বাবুল ও উপদেষ্টা এ.কে.এম গোলাম সরওয়ার।
এদিকে, এম আর রকির পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দৈনিক সত্যপাঠ পত্রিকার উপদেষ্টামন্ডলীর সভাপতি ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মাকর্সবাদী) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, প্রকাশক মাছুমা আক্তার, সম্পাদক অধ্যাপক আমিরুল আলম খান, নির্বাহী সম্পাদক শাহাবুদ্দিন আলম, মফস্বল সম্পাদক কৃষ্ণপদ পাল সহ সত্যপাঠ পত্রিকা পরিবারের সদস্যবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here