সহিদুল ইসলাম, মধুখালী
ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের বীরশ্রেষ্ঠ মুন্সী আ. রউফ স্মৃতি যাদুঘরের যাওয়ার রাস্তা মধুমতি ও গড়াই নদীর করাল গ্রাসে ভেঙ্গে গেছে ফুলবাড়ী,গন্ধখালী, সালামতপুর গ্রাম। এরমধ্যে গন্ধখালী ইউনুচ আলী মৃধার বাড়ীর সামনের রাস্তা নদীগর্ভে চলে গিয়ে একেবারে অচল হয়ে যায়।
তাই ফরিদপুর -১ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জননেতা আ. রহমান, বর্তমান ফরিদপুর -১ আসনের সংসদ সদস্য মনজুর হোসেন বুলবুল এবং কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান জাহিদুর রহমান বিশ্বাস (বাবু)”র ঐকান্তিক প্রচেষ্টায় জিওটেক ব্যাগ ডাম্পিং দিয়ে বোয়ালমারী পানি উন্নয়ন বোর্ডের এস.ডি.ই. সন্তোষ কর্মকার, এস.ও. শশাংক কুমার বিশ^াস, ঢাকা টাস্কফোর্স বোর্ডের গাজী মাহমুদুল হাসান, বোয়ালমারী পানি উন্নয়ন বোর্ডের কার্য-সহকারী মামুন-অর-রশিদ, কামারখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহিদুর রহমান বিশ্বাস (বাবু), বিশিষ্ঠ ব্যবসায়ী মনির হোসেন, মেসার্স রহমান ইঞ্জিনিয়ার এর প্রতিনিধি সাহিদুর রহমান (মানিক) গন্ধখালী নদী রোধের কাজ উদ্বোধন করেন।
০৮-০৫-২০২১ইং তারিখ শনিবার স্পটে গিয়ে দেখা যায় কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। কাজের তদারকিতে নিয়োজিত আছেন ফরিদপুর মেসার্স রহমান ইঞ্জিনিয়ার এর প্রতিনিধি সাহিদুর রহমান (মানিক)। কাজের গতি দেখে আশা করা যায় নদীর পানি বৃদ্ধির আগেই ভাঙ্গন রোধের কাজ শেষ হয়ে যাবে।