আম্পানে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে নগদ অর্থ ও সবজির বীজ বিতরণ

0
130

এম এম নুর আলম, আশাশুনি
আশাশুনিতে ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে নগদ অর্থ ও সবজির বীজ বিতরণ করা হয়েছে। শনিবার সকালে আশাশুনি এতিম ছেলে মেয়েদের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে উপজেলার শ্রীউলা ও প্রতাপনগর ইউনিয়নের অসহায়, হতদরিদ্র ৭৫০ পরিবারের মাঝে এ নগদ অর্থ ও সবজি বীজ বিতরণ করা হয়।
সাতক্ষীরা জেলা রেডক্রিসেন্ট সোসাইটির সভাপতি, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, আশাশুনি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তকিম।
জেলা রেডক্রিসেন্ট সোসাইটির আয়োজনে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা রেডক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারী ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যনির্বাহী কমিটির সদস্য ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোসনা আরা পারভীন, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশীদ প্রমূখ। এসময়র প্রত্যেক পরিবারের মাঝে নগদ ৪ হাজার ৫ শত টাকা ও সবজি বীজ বিতরণ করেন অতিথিবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here