স্কুল ব্যাগে গাঁজা বহনের সময় যুবক গ্রেফতার
বিশেষ প্রতিনিধি
চাঁচড়া ফাঁড়ি পুলিশ বৃহস্পতিবার রাতে চাঁচড়া চেকপোষ্ট এলাকার পাবলিক টয়লেটের সামনে থেকে আধা কেজি গাঁজাসহ তাইজুল শেখ ওরফে মুন্না নামে এক যুবককে গ্রেফতার করেছে। সে যশোরের শার্শা উপজেলার শার্শা রেল লাইন পাড়ার ইউসুফ শেখ এর ছেলে ও আব্দুল হাকিমের জামাতা। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় মাদক আইনে মামলা হয়েছে।
চাঁচড়া ফাঁড়ির এএসআই সোহেল রানা জানান, বুধবার ৬ মে রাতে গোপন সূত্রে খবর পেয়ে চাঁচড়া চেকপোষ্ট এলাকার পাবলিক টয়লেটের সামনে থাকা তাইজুল শেখ ওরফে মুন্নাকে গ্রেফতার করে। পরে তার ডান হাতে থাকা বেগুনী রংয়ের স্কুল ব্যাগের মধ্যে আধা কেজি ওজনের গাঁজা উদ্ধার করে। পরে তাকে কোতয়ালি মডেল থানায় সোপর্দ করে গভীর রাতে মামলা করেন। শুক্রবার মামলার তদন্তকারী কর্মকর্তা মুন্নাকে আদালতে সোপর্দ করে।