বিশেষ প্রতিনিধি
বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) যশোরের উদ্যোগে শুক্রবার সকাল ১০টায় ভার্চুয়াল সাহিত্য সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সাবেক সভাপতি, কবি ও কলামিস্ট শাহ্ আলম খসরু।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও গবেষক ড. শাহনাজ পারভীন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি জাহান আরা খান কোহিনুর।
সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্না‘র পরিচালনায় ও মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সাহিত্য সভায় অংশ নেন আমির হোসেন মিলন, শাহরিয়ার সোহেল, রবিউল হাসনাত সজল, আহমেদ মাহাবুব ফারুক, রাজ পথিক, রেজাউল করিম রোমেল, ফাতিমা পারভীন, অরুন বর্মণ প্রমুখ। সভায় কবি ড. শাহনাজ পারভীনের জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়। একই সাথে কবি মানবেন্দ্র সাহার জন্মদিনেও শুভেচ্ছা জানানো হয়।