মণিরামপুর প্রতিনিধি
মণিরামপুরে কুড়িয়ে পাওয়া প্রাণের ম্যাংগো জুস পান করে পিতা-পুত্রসহ একই পরিবারের তিন গুরুত্বর অসুস্থ্য হয়ে পড়েছেন। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার জয়পুর গ্রামে এ ঘটনা ঘটে। তাদেরকে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে অবস্থার অবনতি হওয়ায় যশোর আড়াইশ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অসুস্থ্যরা হলেন জয়পুর গ্রামের রফিকুল ইসলাম (৬০) তার পুত্র আবু সাইদ (২৮) ও পোতা ছেলে শিশু আশিকুর রহমান (১০)। এ রিপোর্ট লেখা পর্যন্ত অসুস্থ্যদের মধ্যে রফিকুল ইসলামের জ্ঞান ফেরেনি বলে জানাগেছে। কুড়িয়ে পাওয়া জুস পান করার বিষয়টি নিশ্চিত করেন অসুস্থ্য রফিকুল ইসলামের বড় ছেলে তরিকুল ইসলাম।
জানাযায়, সকালে ভাত খাবার পর রফিকুল ইসলাম পুত্র আবু সাইদ ও পোতা ছেলে আশিকুর কুড়িয়ে পাওয়া জুস পান করে ১০ মিনিটের মধ্যে তারা অচেতন হয়ে পড়েন। এমন অবস্থায় তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য যশোর আড়াইশ শয্যা হাসপাতালে রেফার করা হয়। মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ মোসাব্বিরুল ইসলাম রিফাত জানান, ধারনা করা হচ্ছে তারা মেয়াদোত্তীর্ণ ওই জুস পান করে অসুস্থ্য হয়েছেন।