বিশেষ প্রতিনিধি
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যশোর জেলা কার্যালয় বুধকার যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারে তদারকিমূলক অভিযান পরিচালনা করেছে। এসময় তারা ০৫টি প্রতিষ্ঠানের কাছথেকে ১৩ হাজার টাকা জরিমানা আদায় করে।
রাজগঞ্জ বাজারের তামিম স্টোরে মেয়াদ উত্তীর্ণ খাবার এবং উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখবিহীন প্য্যাকেটজাত খাবার বিক্রির অপরাধে চার হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া দত্ত স্টোরে অকই অপরাধে আড়াই হাজার টাকা আসমা স্টোরে মূল্য তালিকা প্রদর্শন না করা দুইহাজার, মেসার্স শাহীন ফার্মেসীতে মেয়াদ উত্তীর্ণ ওষধ বিক্রয় ও সংরক্ষণের অপরাধে দুই হাজার, ও নিমাই সাধু স্টোরে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ খাবার বিক্রয় এবং মূল্য তালিকা প্রদর্শন না করা আড়াই হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
তদারকিকালে মাস্কবিহীন পথচারীদের মাস্ক বিতরণ এবং সকলকে মাস্ক পরিধান ও দূরত্ব বজায় রেখে বেচাকেনার নির্দেশনা দেয়া হয়। অভিযান পরিচালনা করেন যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব। ক্যাব এর সদস্য আব্দুর রকিব সরদার সহ জেলা পুলিশ সদস্যরা এ অভিযানে অংশ নেন।