সহিদুল ইসলাম, মধুখালী
‘‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য অধিদপ্তর থেকে মঙ্গলবার সকালে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার কোড়কদি ইউনিয়নে ভিজিডি. কার্ডধারী ১৫৮ (একশত আটান্ন) জনের ১ (এক) মাসের ৩০কেজি করে চাল বিনামূল্যে বিতরন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কোড়কদি ইউনিয়নের চেয়ারম্যান মুকুল হোসেন (রিক্ত), মধুখালী উপজেলা বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড অফিসের ফিরোজ নেছারী (ট্যাক অফিসার), ইউনিয়ন সচিব আরাফাত হোসেন, ইউপি সদস্য খায়রুল ইসলাম (আখের) ও সংরক্ষিত মহিলা আসনের ইউপি, সদস্যা জাহেদা বেগম ও অন্যান্য ইউপি সদস্যগণ সহ গ্রামপুলিশ এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।