সত্যপাঠ ডেস্ক
সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের দাসের বারানিএলাকায় আগুন লেগেছে। সোমবার দুপুরে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও)মোহাম্মাদ বেলায়েত হোসেন বণিক বার্তাকে বলেন, শরণখোলা ফায়ার সার্ভিস ও সিভিলডিফেন্স স্টেশনের দুইটি টিম আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
তবে কেন আগুন ধরেছে এবং কি পরিমান জায়গায় আগুন ছড়িয়েছে তাজানাতে পারেননি তিনি। বেলায়েত হোসেন বলেন, সোমবার বেলা আনুমানিক বারোটার দিকে দাসেরবারানি এলাকার বনে আগুন লাগে।
আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সাথে বনরক্ষীরাও কাজ করছে। আগুনযাতে বনের মধ্যে ছড়াতে না পারে সে জন্য দেড় কিলোমিটার এলাক জুড়ে ফায়ার লাইন কেটেছেফায়ার সার্ভিস।
এর আগে গত ৮ ফেব্রুয়ারি সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশন এলাকায় অগ্নিকাণ্ডে প্রায় চার শতক বনভূমি পুড়ে যায়।